শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য ঠেকাতে এবার মাঠে নেমেছে জেলা প্রশাসন
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য ঠেকাতে এবার মাঠে নেমেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি জোনে ভাগ হয়ে শুরু করেছে বিশেষ অভিযান। বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা আদায়ের বিষয়ে অনুসন্ধান করছেন নির্বাহী ম্যাজিষ্টেটরা। সরকারি নীতিমালার বাইরে বাড়তি টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেটরা।
মহানগরীর বেশকিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নীতিমালা তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে ভর্তি বাণিজ্য। বিভিন্ন অযুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। গত মঙ্গলবার এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরত দিতে ১০ দিনের সময় বেঁধে দেয় প্রশাসন। পরবর্তী পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।
এসময় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে অনেক অভিভাবক বাড়তি ভর্তি ফি ফিরিয়ে দেয়ারও দাবি জানান।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচটি কমিটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তদন্তের কাজ শুরু করেছে।
এছাড়া ছাড়পত্র নেয়ার ক্ষেত্রেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখছেন বলে জানান ম্যাজিস্ট্রেট।