শীতার্ত ও দরিদ্র মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৭ শনিবার
শীতার্ত ও দরিদ্র মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মেয়র। নগরীর দামপাড়ায় এ’সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকারসহ স্থানীয় নেতারা। এ’সময় মেয়র বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।