ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

চিত্রশিল্পী হাশেম খানকে পদক প্রদানের মধ্য দিয়ে নড়াইলে শেষ হলো সুলতান মেলা

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১১:৪৭ এএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার

সুলতান মঞ্চে বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানকে পদক প্রদানের মধ্য দিয়ে নড়াইলে শেষ  হলো সপ্তাহব্যাপী সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সুলতান ফাউন্ডেশন মেলার আয়োজন করে। মেলা উপলক্ষ্যে বিভিন্ন গ্রামীণ খেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। শেষ দিনে চিত্রশিল্পী হাশেম খানের হাতে সুলতান স্বর্ণ পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ বিশিষ্টজনেরা।