ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

কুমিল্লাকে বড় টার্গেট দিল রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে যেন রীতিমত বিপদে পড়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিট মালান। 

টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস আর আফিফ হোসাইনের ৫৬ রানের দারুণ সূচনার ওপর ভর করে শুরু থেকেই বড় লক্ষ্যের ইঙ্গিত দেয় রাজশাহী রয়ালস। 

১৯ বলে ২৪ রানে আবু হায়দার রনির বলে লিটন দাস ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেন আফিফ। তবে অর্ধশতক পূরণের আগে সৌম্য সরকারের বলে বোল্ড হয়ে ফিরে যান আফিফ। তারপরও রানের চাকা থেমে থাকেনি রাজশাহীর। 

অভিজ্ঞ শোয়েব মালিকের ৬১ আর আর অধিনায়ক আন্দ্রে রাসেলের ২১ বলে ৩৭ রানের হার মানা ইনিংসে শেষ পর্যন্ত বড় লক্ষ্যই দাঁড় করায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় কুমিল্লাকে।

কুমিল্লার পক্ষে মুজিবুর রহমান ও সানজামুল ইসলাম ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন। 

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ডেভিড মালানের সেঞ্চুরির পরেও জয় পায়নি কুমিল্লা। আফিফ হোসেন ধ্রুবর বীরত্বে ৭ উইকেটের জয় পায় রাজশাহী।

পয়েন্ট টেবিলেও রাজশাহীর জয়জয়কার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আন্দ্রে রাসেলের দল। অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২টিতে জেতা কুমিল্লার অবস্থান পঞ্চম।

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম ও মোহাম্মদ ইরফান।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: সৌম্য সরকার, ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম, ডেভিড ভিসে, মুজিব-উর-রহমান, আল -আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।

এআই/