ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

সিরাজগঞ্জে কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত আশরাফুল ইসলাম (১৭) পার্শ্ববর্তী নরিনা হানিফ নগর গ্রামের আজাদ আলীর ছেলে। সে সাতবাড়িয়া আব্দুস ছামাদ আজাদ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়রামপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবার এবং শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আশরাফুল গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার সকালে জয়রামপুর জমির মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

তার নাকে ও মুখে রক্ত ছিল। পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

এআই/