ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা সিটি নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী উত্তরে আতিক-দক্ষিণে তাপস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পর এবার ঘোষণা করা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম। 

এতে নিজের জায়গা ধরে রেখেছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে নানা জলঘোলা করেও শেষ পর্যন্ত কপাল পুড়েছে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণের টিকিট হাতে পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস। 

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন বেলা ১১টায় প্রার্থীদের নাম ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কার্যালয়ে হাজির হন উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণের ফজলে নূর তাপস। দীর্ঘ আলোচনা শেষে বেলা ১২টার দিকে তাদের নাম ঘোষণা করা হয়। 

ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, প্রার্থীদের নাম ঘোষণার আগেই সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন এদিন কার্যালয়ে আসেননি। 

এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, রোববার (আজ) বেলা ১১টার দিকে ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে উভয় সিটি মেয়র ও কাউন্সিলর যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের নাম ঘোষণা হবে।

এদিকে, গতকাল সন্ধ্যায় বিএনপি তাদের দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আর উত্তরে নির্বাচন করবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

এআই/