ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার

প্রকাশিত : ০১:১০ পিএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০১:১০ পিএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে নেওয়া হবে। একজন নারীর সঙ্গে আরাফাত সানির দীর্ঘদিনের সম্পর্ক ছিলো। আরাফাত ওই নারীর কিছু ছবি সামাজিত যোগাযোগের মাধ্যমে আপলোড করেন। এতে, আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনে সেই নারী। শনিবার রাতে নারীটি মোহাম্মুদপুর থানায় গিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। ওই মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়ে। তবে, আরাফাত সানির মায়ের দাবি তার ছেলেকে ফাঁসানো হচ্ছে।