ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

শেষ হলো ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

যৌথ সামরিক মহড়ায় ইরানের যুদ্ধ জাহাজ- সংগৃহীত

যৌথ সামরিক মহড়ায় ইরানের যুদ্ধ জাহাজ- সংগৃহীত

ভারত মহাসাগরের উত্তর অংশ এবং ওমান সাগরে ইরান, রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া এ মহড়া ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার নগরীর শহীদ বেহেশতি বন্দরে শুরু হয়ে রোববার বিকেলে ভারত মহাসাগরের উত্তর অংশে শেষ হয়। খবর পার্স টুডে’র।

সমাপনী দিনের রণকৌশলে ইরানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার- ‘আলবোর্জ’ ও ‘বায়ান্দর’, মিসাইল শিপ-‘নেইজে’, রুশ ফ্রিগেট- ‘ইয়ারুসলু মোদরি’ এবং চীনা ডেস্ট্রয়ার- ‘শিনিং’ অংশগ্রহণ করে।

শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান কয়েকটি লক্ষ্য।

এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে। ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি রোববার যৌথ মহড়া শেষে সাংবাদিকদের জানিয়েছেন, তিন দেশের যৌথ নৌমহড়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং প্রতিটি পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

এমএস/