চট্টগ্রামে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি সব বই
প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১২:২৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
জানুয়ারির তৃতীয় সপ্তাহ পেরুলেও চট্টগ্রামে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি সব বই। এ’কারণে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারছে না শিক্ষার্থীরা। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এ’ মাসের মধ্যেই সব বই পৌঁছে যাবে।
সারাদেশের মতো চট্টগ্রামেও বর্ণাঢ্য আয়োজনে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। তবে, এখন পর্যন্ত নগরীসহ বিভিন্ন উপজেলার অনেক বিদ্যালয়েই চাহিদা অনুপাতে বই পৌঁছেনি। কোনো কোনো শ্রেণীতে মাত্র একটি বা দু’টি বই দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বই না পাওয়ায় কোমলমতি এসব শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি কমে গেছে বিদ্যালয়ে উপস্থিতিও।
তবে, বইয়ের অভাব যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রভাব না ফেলে, সেজন্য বছরের শুরুতেই খেলাধূলাসহ সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করছে বিভিন্ন বিদ্যালয় কতৃপক্ষ।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই চট্টগ্রামে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া সম্ভব হবে।
শিক্ষার্থীদের হাতে দ্রুত বই তুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।