ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

জয় পেয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:৩৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার

লা লিগায় এইবারকে ৪-০ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ৩২ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। ৫০ মিনিটে মেসির গোলে ২-০তে লিড পায় লুইস এনরিখের শিষ্যরা। ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। আর নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে ম্যাচের শেষ গোলটি করেন নেইমার। এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বার্সালোনা। আর ২৬ পয়েন্ট নিয়ে এইবার রয়েছে ১০ নম্বরে।