ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ৩০ ১৪৩২

জয়পুরহাটে জনপ্রতিনিধিদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার

জয়পুরহাটে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান মনির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ জুবায়ের গালিব প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন দপ্তরের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
অনুষ্ঠানে জয়পুরহাট চিনিকলের সুগার সেস বিভাগের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেআই/এসি