ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১০:৩৮ এএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তামিম বাহিনীর। দলীয় ১৭ ও ব্যক্তিগত ৮ রানে প্রথম আউট হন ওপেনার তামিম ইকবাল। এরপর ৩৬ রানে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। আর দলীয় ৭৩ রানে সাউদির বলে একই পথে হাঁটেন ৮ রান করা সাকিব আল হাসান। এর আগে, চতুর্থ দিনের শুরুতে সবকটি উইকেট হারিয়ে ৩৫৪ রানে প্রথম ইনিংস শেষ হয় কিউদের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাকিব। আর দুইটি করে নিয়েছেন মিরাজ ও রাব্বি।