ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ভোলায় ধীর গতিতে চলছে বাঁধ নির্মাণ

প্রকাশিত : ১০:৩০ এএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৩০ এএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

দীর্ঘদিনের দাবীর পর, ভোলা সদর উপজেলার ইলিশা-রাজাপুর এলাকায় মেঘনার ভাঙ্গণ ঠেকাতে সিসিব্লক বাঁধ নির্মাণ শুরু হলেও কাজ চলছে ধীর গতিতে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে। ফলে, আগামী বর্ষায় আবারো ভাঙ্গণে পুরো প্রকল্পসহ এলাকা বিলিন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। কয়েকবছর দফায় দফায় মেঘনার ভাঙনে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ৫ থেকে ৬ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি হারান হাজারো মানুষ। ভাঙ্গণ ঠেকাতে ব্লকবাধ নির্মাণের দাবীতে এলাকাবাসীর টানা আন্দোলনের পর শুরু হয়েছে প্রকল্পের কাজ। তবে কাজ চলছে ধীর গতিতে। ইনফ্যাক্ট কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ১০টি গ্র“পে একযোগে কাজ কারার কথা থাকলেও, এখন পর্যন্ত কাজ করছে অর্ধেক। তাও সামান্য কিছু জায়গায়। এ অবস্থায় বর্ষার আগে কাজ ওঠা নিয়ে শঙ্কায় এলাকাবাসী। ঠিকাদারের লোকজন বলছেন, সিসি ব্লকগুলো নির্মাণে জন্য নদী তীর এলাকায় যুতসই খালি জায়গায় অভাবে কাজে বিলম্ব হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পটি শেষ হতে সময় লাগলেও আগামী বর্ষায় ভাঙ্গণ মোকাবেলা করার বিষয়টি তারা আবারো ভেবে দেখছেন। মেঘনায় ব্লকবাধ নির্মাণ শুরু হওয়ায়, ভিটেমাটি হারা মানুষের মাঝে যে নতুন আশা জন্মেছে, তা বাঁচিয়ে রাখতে, প্রকল্পের যথাসময়ে সম্পন্ন করার দাবী এলাকাবাসীর।