ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবেঃ পলক

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার

তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারে সফটওয়্যার পার্কে ‘ক্রিয়েটিং এ ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম’স রোল’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ’কথা বলেন। প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সম্ভাবনাময় আইটি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে সরকার। ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম গড়ে তুলতে করণীয় বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।