হ্যানজিনের দু’ হাজারের ও বেশী কন্টেইনার নিলামে তোলার সিদ্ধান্ত
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৩৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
দেউলিয়া হয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি হ্যানজিনের দু’ হাজারের ও বেশী কন্টেইনার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আদালতের মতামতের ভিত্তিত্বে এসব কন্টেইনার নিলামে তোলা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্মকর্তারা। তারা জানান, হ্যানজিন শিপিং কোম্পানির কাছে কন্টেইনারের ডেমারেজ বাবদ পাওনা আছে ৫৪ কোটি টাকা। এসব কন্টেইনারের বিপরীতে প্রতিদিনই ভাড়া উঠছে ৪০ লাখ টাকা। এছাড়া বিপুল পরিমান কন্টেইনারের কারণে বন্দরে বাড়ছে কন্টেইনার জট। এ অবস্থায় অর্থ পরিশোধে হ্যানজিন শিপিং কোম্পানি অপারগতা প্রকাশ করায় আদালতের মতামতের ভিত্তিত্বে এসব কন্টেইনার নিলামে তোলা সিদ্ধান্ত নেয় বন্দর কতৃপক্ষ।