আগামী ২৬ জানুয়ারী চট্টগ্রামে তথ্য-প্রযুক্তিবিদদের সম্মেলন অনুষ্ঠিত হবে
প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
আগামী ২৬ জানুয়ারী চট্টগ্রামে তথ্য-প্রযুক্তিবিদদের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনাল।
তথ্য প্রযুক্তির সাথে তরুনদের সম্পৃক্ত করে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলাই এ সম্মেলনের লক্ষ্য হবে বলে জানান আয়োজকরা। সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সেক্রেটারী জেনারেল সাইফুল ইসলাম মাহিন। সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে এক বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪শ’।