ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাঙামাটির কাঙগেলছড়িতে চাঁদার দাবীতে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় যান চলাচল বন্ধ

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৫:৪২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার

রাঙামাটির কাঙগেলছড়িতে চাঁদার দাবীতে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় বন্ধ আছে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের যান চলাচল। পুলিশ জানায়, ভোরে মালবাহী দুটি  ট্রাক  চট্টগ্রাম  থেকে রাঙামাটি সড়ক হয়ে মহালছড়ির উদ্দেশ্য যাচ্ছিল। কাঙগেলছড়ি এলাকায় পৌছলে দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে চাঁদা দবি করে। একপর্যায়ে আগুন দেয়া হয় ট্রাকটিতে। পরে এ ঘটনার প্রতিবাদে শহরের দোয়েল চত্বর ও বনরূপা এলাকায় বিক্ষোভ করে সিএনজি চালক ও শ্রমিকরা। অপরাধীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।