সূচক ও লেনদেনের বড় উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পার করলো দেশের পুঁজিবাজার
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
সূচক ও লেনদেনের বড় উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পার করলো দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪২টির, আর ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২ হাজার ১৮০ কোটি টাকা। যা ২০১০ সালের ৬ই ডিসেম্বরের পর সর্বোচ্চ। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৬৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১৬টির, আর ২৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১২০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।