ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ভক্ত নারীর হাতে চড় মেরে ভাইরাল পোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৩ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। নতুন বছরের প্রথমদিনেই মেজাজ হারালেন তিনি। আর এ নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন এই ধর্মগুরু। ভক্তদের সঙ্গে করমর্দনের সময় এক নারী তাকে টেনে তার দিকে নেওয়ার চেষ্টা করলে পোপ ওই নারীর হাতে চড় মারেন। সেই সঙ্গে অনেকটা বিরক্তি প্রকাশ করেন তিনি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেলে সমালোচনার মুখে পড়েন পোপ।

ভিডিও ভাইরাল হওয়ার পরে তার এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। বলেছেন, ‘আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, যেমনটি আমি হারিয়েছিলাম। এই ঘটনার জন্য আমি অনুতপ্ত।’

অনুষ্ঠান শুরু হওয়ার পর তিনি বক্তব্য রাখেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। সেসময় তিনি চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ভাষণ দেওয়ার আগে পোপ বলেন, ‘নারীদের ওপর হওয়া যেকোনো হিংসারই তিনি নিন্দা করেন, ‘যারা আমাদের জন্মের উৎস, তারাই আজ লাঞ্ছিত, অপহৃত আর ভোগ লালসার পাত্র। তাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ অবশ্যই বন্ধ করতে হবে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।
এসএ/