ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

জার্মানিতে চিড়িয়াখানায় আগুনে পুড়ে ৩০ গরিলা-শিম্পাঞ্জির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

জার্মানির পশ্চিমাঞ্চলে ক্রেফেল্ড শহরে চিড়িয়াখানায় আগুনে পুড়ে ৩০ গরিলা-শিম্পাঞ্জির মৃত্যু হয়েছে।

বর্ষবরণের রাতে ফানুস থেকে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে গরিলা, ওরাংওটাং, শিম্পাঞ্জিসহ অন্তত ৩০টি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে।

১৯৭৫ সালে গড়ে ওঠা ক্রেফেল্ড চিড়িয়াখানায় পাখি, বাদুড়, বানর ও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। গরিলার খাঁচাটি মূল চিড়িয়াখানার থেকে কিছুটা দূরে অবস্থিত। সেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বর্ষবরণের রাতে।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বর্ষবরণের রাতে চাইনিজ ফানুস থেকে আগুন লাগে। বানরদের খাঁচায় কোনও প্রাণী আর বেঁচে নেই। নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও চাইনিজ ফানুস ওড়ানো হয় বর্ষবরণের রাতে।

একে//