ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

গাজীপুরে মাদ্রাসা শিক্ষকের ওয়ারড্রপে শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৫ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসার শিক্ষকের কাপড় রাখার ওয়ারড্রপের ভেতর থেকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের চার বছরের শিশুপুত্র মো. আদিলের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) রাতে মাদ্রাসা শিক্ষক মো. জোনায়েদ আহমেদের কেবিনেটের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মাদ্রাসার শিক্ষক মো. জোনায়েদ আহমেদ ও মসজিদের মোয়াজ্জিন খায়রুল ইসলাম। নিহত আদিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে।  

জানা গেছে, বুধবার বিকেলে শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের শিশু পুত্র আদিল মাদ্রাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ছেলেকে কোথাও না পেয়ে মসজিদের মাইকে ছেলে হারানোর মাইকিং করা হয় এবং নিহতের স্বজন ও গ্রামবাসী গিয়ে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। 

এ সময় শিক্ষক জোনায়েদ ও মুয়াজ্জিন খায়রুলের আচরণ ও ভূমিকা রহস্যজনক মনে হলে স্থানীয়দের তাদের সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কথা স্বীকার করেন জোনায়েদ। 

পরে চাবি নিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা ওয়ারড্রপ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় ।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এআই/