জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের নেয়া ৬ প্রকল্পের ৫টিতেই অনিয়ম: টিআইবি
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৭:০৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের নেয়া ৬ প্রকল্পের ৫টিতেই অনিয়ম হয়েছে বলে দাবী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ-টিআইবি। দুপুরে সংস্থাটির কার্যালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। রাজনৈতিক ও প্রভাবশালীদের আঞ্চলিকতার প্রভাবমুক্ত জলবায়ু তহবিল গঠনের সুপারিশ করেছে টিআইবি।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়িত ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬টি প্রকল্পের নানা দিক নিয়ে গবেষনা চালায় টিআইবি।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড-বিসিসিটিএফ এর এই ৬ প্রকল্পের ৫টিতেই সুশাসনের অভাব দেখছে সংস্থাটি।
টিআইবি বলছে, ৮২ শতাংশ প্রকল্প শহর ও পৌর এলাকায় । বিপরীতে মাত্র ১৮ শতাংশ রয়েছে উপকূলীয় এবং প্রান্তিক এলাকায়। জনগনের চাহিদাকে গুরুত্ব না দিয়ে প্রকল্প নেয়া হয়েছে বলেও জানায় টিআইবি।
অধিকাংশ প্রকল্পে তথ্য গোপন রাখা, প্রস্তাবনার সাথে বাস্তবায়নের অসংগতি, দরপত্রে স্বচ্ছতার অভাব, তুলনামূলক কম ঝুঁকি পুর্ণ এলাকায় প্রকল্প নেয়াসহ নানা অভিযোগ করেছে টিআইবি।
এ জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সংস্কারসহ জনগনের সচেতনতার তাগিদ দেয়া হয়েছে। সিংক: ইফতেখারুজ্জামান
তবে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্প ইতিবাচক দেখছে টিআইবি।