ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

প্লাস্টিক দূষণ নিয়ে গবেষকদের সতর্কবার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮ এএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

প্লাস্টিক দুষণ বন্ধে বিশ্বব্যাপী বড় ধরনের উদ্যোগ স্বত্ত্বেও থামেনি এর দুষণ। গবেষণা বলছে, ২০১৮ সালেও ৮০ লাখ টন প্লাস্টিক সাগরে মিশেছে, যা জীববৈচিত্রের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।

গবেষণার তথ্য বলছে, ২০১৯ সালেও বিশ্বে প্রায় ৪ শতাংশ বেড়েছে প্লাস্টিক পণ্যের চাহিদা। আর ২০৩০ সাল নাগাদ যা বেড়ে দাঁড়াবে ৪০ শতাংশে।

পৃথিবীতে এখন প্রতি বছর মাথাপিছু ৬০ কেজি প্লাস্টিক ব্যবহার হয়। সমুদ্রের প্রতি এক বর্গকিলোমিটার এলাকাতে ১০০ গ্রাম করে এই বর্জ্য ভাসছে৷ যা বিপন্ন করছে সমুদ্রের জীববৈচিত্র।

এ অবস্থায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে আরো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে বিশ্বকে, এমনটাই সতর্কতা দিয়েছেন গবেষকরা। 

একে//