মশার কয়েল ফ্যাক্টরির দূষণে নাস্তানাবুদ ভৈরবের মানুষ
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:৪১ এএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
মশার কয়েল ফ্যাক্টরির দূষণে নাস্তানাবুদ ভৈরবের মানুষ। শহর আর শহরতলীতে গড়ে ওঠা এসব কারখানার নেই কোন অনুমোদন। তুলশিপাতা নামের এসব কয়েল থেকে দুর্গন্ধ আর দূষণ ছড়ালেও তা রোধ করতে পারছে না প্রশাসন। মনিরুল ইসলামের ক্যামেরায় ভৈরববাসীর ভোগান্তির চিত্র তুলে ধরেছেন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদরে এমন মশার কয়েল কারখানা রয়েছে একশ’র মতো।
শহরের ঠিক মাঝখানে আবাসিক এলাকায় দূষণ ছড়ানো এসব কয়েল কারখানার অনুমতি কে কবে কিভাবে দিয়েছে তা জানেন না এলাকার মানুষ। একইভাবে উৎপাদনে যেতে যে ১৬টি প্রতিষ্ঠানের ছাড়পত্র লাগে তা নেয়ারও প্রয়োজন মনে করেননি কারখানা মালিকরা। দূষণ ছড়ানো এসব কয়েল ফ্যাক্টরির বিরুদ্ধে বহুবার কথা বলেও ফল পাননি এলাকাবাসী।
শহর সংলগ্ন তাতারকান্দি, লক্ষীপুর, জগন্নাথপুর, শম্ভুপুর, নিউটাউনসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতেও গড়ে উঠেছে আরও শ’খানেক কয়েল ফ্যাক্টরি। মাস্ক কিংবা নির্দিষ্ট পোষাক ছাড়াই তাতে কাজ করছে অসংখ্যা নারী আর শিশু।
স্থানীয় প্রশাসন বলছে, মোবাইল কোর্টের মাধ্যমে অনেক কারখানা বন্ধ করলেও কিছুদিন পরই ভিন্ন নামে কার্যক্রম শুরু করেন অভিযুক্ত মালিকরা।
অবিলম্বে কয়েল ফ্যাক্টরির দূষণ বন্ধের দাবি ভৈরববাসীর।