ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

ব্যবসায়ী হাবিবুল্লাহ হত্যার বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩০ এএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুলবাড়ী গ্রামের ব্যবসায়ী হাবিবুল্লাহকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দেওজানা বাজার বণিক সমিতির আয়োজনে বাজারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, দেওজান ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবদুল হামিদ শেখ, যুবলীগ ওয়ার্ড সভাপতি আসলাম উদ্দিন, দেওজান বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মিন্টু ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। বক্তরা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৩০ ডিসেম্বর দুপুরে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের মুলবাড়ী এলাকা থেকে ব্যবসায়ী হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে দু’চোখ তুলে হত্যা করা হয়েছে। 

হাবিবুল্লাহ ব্যবসার পাশাপাশি পড়াশুনাও করতেন। সে ঘাটাইল মুলবাড়ী এলাকার আবু জাফর স্বপনের ছেলে।

এআই/