ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দেশের বিপুল সমুদ্র সম্পদকে কাজে লাগাতে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই: খুরশিদ আলম

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:১০ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

দেশের বিপুল সমুদ্র সম্পদকে কাজে লাগাতে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশিদ আলম। জাতীয় অর্থনীতিতে এই খাতের ভূমিকা আরো সুদৃঢ় করতে সংশ্লিস্টদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন। বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত এক সেমিনারে তারা একথা বলেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে অর্জিত সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়ে এই সেমিনার। এতে অংশ নিয়ে সামুদ্রিক খনিজ সম্পদ অনুসন্ধানে আধুনিক যন্ত্রাদি, দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি একটি সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরীর পরামর্শ দিলেন পররাষ্ট্র সচিব। এসময়, সমুদ্র সম্পকে কাজে লাগাতে এই খাতে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ বাহিনীর প্রধান বলেন, আধুনিক প্রযুক্তি সাথে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তোলা সম্ভব হলে সমুদ্র সম্পদ জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেমিনারের শেষভাগে সমুদ্র সম্পদ বিষয়ে একটি একাডেমিক জার্নালেরও মোড়ক উন্মোচন করেন তিনি। বিনিয়ম করেন শুভেচ্ছা স্মারক।