আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকীতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সাংবাদিক সমাজ
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সাংবাদিক সমাজ।
জাতীয় প্রেসক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অধিকার রক্ষায় আলতাফ মাহমুদের ভূমিকা অবিস্মরণীয়। তার বিনয়, দায়িত্বশীলতা, নির্লোভ ও পরোপকারী চরিত্র এবং সাহচর্যের কথাও তুলেন ধরেন বক্তারা। আলতাফ মাহমুদসহ প্রয়াত নেতাদের অবদান স্মরন করে তাদের স্মৃতি সংরক্ষনের কথাও বলেন সাংবাদিক নেতারা।