ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন সাবেক এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে জার্মানির জিভেরেভকে হারান তিনি। প্রথম সেটে ৬-১ গেমে জেতেন ফেদেরার। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর  চেষ্টা করেন জিভেরেভ। হাড্ডা-হাড্ডি লড়াই করে ৫-৭ গেমে হেরে যান এ জার্মানি তারকা। এরপর তৃতীয় সেটেও কুলিয়ে উঠতে পারেনি জিভেরেভ। ৬-২ গেমে সেট হারলে সেমিফাইনাল নিশ্চিত হয় রজার  ফেদেরারের। আর টুর্নামেন্ট থেকে বিদায় নেন জিভেরেভ।