ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

দক্ষিণ চীন সাগর নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনিং বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের কথা বলার কোনো জায়গা নেই। চীনের কর্মকান্ড বৈধ উল্লেখ করেন তিনি বলেন, এ নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইলে ওয়াশিংটনকে যুদ্ধ নামতে হবে। এরআগে আন্তর্জাতিক জলসীমায় কৃত্রিম দ্বীপ নির্মাণসহ যেকোন অবৈধ কর্মকান্ড প্রতিহত করার প্রতিশ্রুতি দেয় হোয়াইট হাউস। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালায় চীন।