ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৪ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

ব্যাংক খাতের শেয়ারে দরবৃদ্ধিতে সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর ও লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির, আর ১৫টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২ হাজার ১৩ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৭০৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির, আর ১২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।