রাজধানীতে ‘শান্তির স্বপক্ষে আমরা’ চলচ্চিত্র উৎসব
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:০৬ পিএম, ২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
রাজধানীতে শুরু হয়েছে ‘শান্তির স্বপক্ষে আমরা’ চলচ্চিত্র উৎসব।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর সহযোগিতায় এ উৎসবে ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম ধাপে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে ৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পর্যায়ক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ উৎসবের দ্বিতীয় ও তৃতীয় ধাপ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর প্রতিনিধিরা।