ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ক্রিকেটার সানির স্ত্রী দাবি করে মামলা, কাবিননামা ভুয়া

প্রকাশিত : ১০:০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

নাসরিন সুলতানা নিজেকে ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবি করে মামলা করলেও কাবিননামা ভূয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজি। কাবিননামায় দেয়া কাজি অফিসের ঠিকানায় মিলেছে মাংসের দোকান। হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সানিকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। তবে, নাসরিন সুলতানা দাবি করেছেন, সানি তার সঙ্গে প্রতারণা করছেন। তথ্য প্রযুক্তি আইনের মামলায় গেল রোববার আরাফাত সানিকে তার আমিনবাজারের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে একদিন রিমান্ডের পর জেল হাজতে পাঠানো হয় তাকে। মামলার বাদি নাসরিন সুলাতানা নিজেকে সানির স্ত্রী দাবি করে আসছেন। আদালতে দাখিল করেছেন কাবিন নামাও। তবে কাবিননামায় দেয়া কাজি অফিসের ঠিকানায় গিয়ে সেখানে পাওয়া গলো মাংসের দোকান। দোকানের মালিক জানান,  দুই বছর ধরে তিনি মাংসের দোকান দিয়েছেন। আগে সেখানে খাবার হোটেল ছিল। আর সংশিষ্ট কাজি, বলছেন ২০১৪ সালে এই নামে কোন বিয়ে রেজিষ্ট্রশন তিনি করেননি। এটি ভূয়া কাবিননামা। আরাফাত সানির আমিন বাজারের সুজানগর সরকার বাড়িতে কথা হয় তার পরিবারে সঙ্গে। স্বজনদের দাবি, নাসরিন সুলতানা মিথ্যা মামলা দিয়ে আরাফাত সানিকে হয়রানি করছে। তবে সানির স্ত্রী দাবিদার সুলতানা বলছেন, ২০১৪ সালে মিরপুরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাবিননামা প্রসঙ্গে বলেন, সানিকে চাপ দিলে সে কাবিননামা এনে দেয়, তবে সঠিক কিনা জানেন না। সানির সাথে স্ত্রী হিসেবে বিদেশে ভ্রমন করেছেন বলে দাবি করলেও পাসপোর্ট কিংবা অন্য কোন দলিলে তার প্রমাণ দেখাতে পারেননি নাসরিন সুলাতানা।