রেমিটেন্স প্রবাস কমতির দিকে, উন্নত দেশে বাজার তৈরি করলেই এ খাতে গতিসঞ্চার সম্ভব
প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:২১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
দেশে রেমিটেন্স প্রবাস অনেকটাই কমতির দিকে, যা সমানের দিনগুলোতে আরো কমার আশংকা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আয় হ্রাস, টাকা প্রেরণে বৈধ মাধ্যমের প্রতি অনাস্থা এবং অবস্থাসম্পন্নারা অন্যান্য দেশে বিনিয়োগের কারণেই প্রবাসী আয় কমছে বলে মনে করেন, বিশেষজ্ঞরা। দক্ষ জনশক্তি গড়ে ইউরোপ-আমেরিকার মত উন্নত দেশে নতুন বাজার তৈরি করলেই এ খাতে গতিসঞ্চার সম্ভব বলে মত তাদের।
দেশের অর্থনীিিতর প্রাণপ্রবাহ প্রবাসী আয়। যা পাঠিয়ে প্রিয়জনদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতির ভীত মজবুত করেন, বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীরা।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১৬ সালের জুলাই থেকে নভেম্বর সময়ে প্রবাসী আয় এসেছে ৫২০ কোটি ডলার, আগের বছরের একই সময়ে যা ছিল ৬১৭ কোটি ডলার। শুধু এ সময়ে ১৫ শতাংশের বেশী আয় হ্রাসের জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন, তখনকার সময়ে বিশ্ববাজারে তেলের দাম কমাসহ বাংলাদেশীদের বিশেষ কিছু প্রবনতাকে।
বিশেষজ্ঞদের মত, প্রবাসী আয় বাড়াতে হলে মধ্যপ্রাচ্যের একবাজার কেন্দ্রীক জনশক্তি রপ্তানির পরিবর্তে উন্নত দেশেগুলোতে নতুন বাজার খোঁজা।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এরিমধ্যে তারা নতুন বাজারের সন্ধানে নেমেছেন।
এক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিভিন্ন দেশের ভাষা আয়ত্বে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা নেয়ারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।