ভৈরবে মশার কয়েল ফ্যাক্টরি
প্রকাশিত : ১০:০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ১০:০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
ভৈরব শহরজুড়ে যত্রতত্র গড়ে উঠেছে মশার কয়েল ফ্যাক্টরি। রাসায়নিকের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন এলাকার লোকজন। সাধারণ মানুষের সঙ্গে কারখানা-শ্রমিকেরাও আক্রান্ত কয়েলের দূষণে। স্থানীয় প্রশাসন আর বিএসটিআই বলছে, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা শিগগিরই। মশার কয়েল ফ্যাক্টরি যেন ভৈরবের কুটির শিল্প।
শহরের যত্রতত্র কিংবা ছোট গলি ছাপিয়ে আশপাশের গ্রামগুলোতেও সন্ধান পাওয়া গেল অনেক কারখানার। শ্রমিকদের সবারই অভিন্ন কথা, অনুমোদন আছে কি-নেই তা জানেন মালিক-মহাজন। আবার দিনের পর দিন মশার কয়েল কারখানায় কাজ করে অসুস্থ হলেও বোধোদয় নেই শ্রমিকদের।
তুলশি কিংবা নিমপাতা নাম দিলেও তুলশির ঘ্রাণ নেই মশার কয়েলে। উপরন্তু সুমিওয়ান, নকডাউন, এস বায়োথিন, ডি এলিথিন, ডাইমোফ্লোথিনসহ আরও কিছু কেমিক্যাল ব্যবহারে কারণে দূষণ ছড়িয়ে পড়ছে সর্বত্র। অথচ কঠিন সব রোগের উপসর্গ এসব রাসায়নিকে।
ঘটনা জেনে বিএসটিআই বলছে, প্রয়োজনীয় পদক্ষেপ শিগগিরই। ভ্যাট, টিন, ট্রেড লাইসেন্স কিংবা আরও ১৩টি সংস্থার কাগজ না থাকায় ক্ষুব্ধ স্থানীয় প্রশাসন। জটিল সব রোগ থেকে মুক্তির জন্যই এসব কারখানা বন্ধের দাবি এলাকার মানুষের।