ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

‘এপ্রিল থেকে ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার | আপডেট: ১০:১৭ এএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলে চেক তুলে দিচ্ছেন ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলে চেক তুলে দিচ্ছেন ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে ব্যাংকগুলো আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করবে।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’র একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ইতোমধ্যে যা বলেছেন তা আমি পুনরায় বলতে চাই না। আশা করি সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ হবে না এবং বিনিয়োগের ধারাও সংকটাপন্ন হবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা এর আগে যেসব দাবি করেছেন আমি তা পূরণ করেছি। কিন্তু আপনারা আপনাদের কথা রাখেননি। আশা করি এবার অঙ্গীকারের ব্যতয় ঘটবে না। আপনারা তা বাস্তবায়ন করবেন।’

এর আগে বিএবি সভাপতি নজরুল ইসলাম বলেন, তারা আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডিজিট সুদের হার বাস্তবায়ন করবেন।

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন। বাসস

এসি