ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

আঁখি আলমগীরের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী এক সঙ্গীতশিল্পী তিনি। সঙ্গীত জগতে সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও তিনি বেশ দাপটের সঙ্গে কাজ করছেন।

কিংবদন্তি অভিনেতা আলমগীরের কন্যা আঁখি শৈশবে অভিনয় করে প্রশংসিত হলেও গানকেই নিজের জীবনের পাথেয় করে নেন। সে ক্ষেত্রে সফলও হয়েছেন তিনি। তার নাম সংগীতাঙ্গনে মুগ্ধতা ছড়ায়। এখনও নিয়মিত গেয়ে চলেছেন এই শিল্পী।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন। গানটির সংগীতায়োজন করেছিলেন ইমন সাহা। আর এ গানটির জন্যই শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন আঁখি আলমগীর। এরপর দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

আঁখি আলমগীর শিশুশিল্পী হিসেবে মিডিয়ায় পা রাখেন। ১৯৮৪ সালে ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের ভুবনে তার আবির্ভাব ঘটে প্লেব্যাক দিয়ে। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।

বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীরকে তার জন্মদিন উপলক্ষ্যে একুশে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
এসএ/