ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৩৭ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার তিন ঘন্টা পর শুরু হয়েছে রাজবাড়ির দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জানান, কুয়াশার ঘনত্ব বেশি থাকায় বুধবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। বুধবার ভোরে নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ৮টা থেকে আবার স্বাভাবিক হয় ফেরি চলাচল।