জাল ভোটের দাবী তুলেছিলেন ট্রাম্প
প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪১ এএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
যথেষ্ঠ গবেষণা ও প্রমাণে’র ভিত্তিতেই মার্কিন নির্বাচনে জাল ভোটের দাবী তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসর কথা বলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছিল। তাই পপুলার ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির কাছে পরাজিত হয়েছিলেন। তবে সাংবাদিকদের সামনে এ সংক্রান্ত কোনও তথ্য-প্রমাণ দিতে পারেননি স্পাইসার। এদিকে হাউস স্পিকার পল রায়ান বরাবরের মতই ট্রাম্পের অভিযোগটিকে ভিত্তিহীন বলেছেন।