ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

রাজশাহীর ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৪:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

রাজশাহীর নগরীর সব ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন সরঞ্জাম  জব্দের পরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে মালিকরা। অভিযান বন্ধসহ ৩ দফা দাবিতে ধর্মঘট ডাক দেয় তারা। ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারে ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। ধর্মঘটে বন্ধ রাজশাহী নগরীর সব ক্লিনিক। ভর্তি নেয়া হচ্ছে না নতুন কোন রোগী। ডায়াগনিস্টক সেন্টার ঘন্টার পর ঘন্টার অপেক্ষা কর্ধেসঢ়;ও মিলছে না রিপোর্ট। চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। মঙ্গলবার রাজশাহীর ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অবৈধ সরজ্ঞাম জব্দ করে ভ্রাম্যমান আদালত। আটক করা হয় দুইজনকে। এরপরপরই সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় মালিক সমিতি। তবে যারা রোগিদের জিম্মি করে দাবি আদায় করতে চায়, তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজশাহীর বিশিষ্টজনরা। সংকট নিরসনে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান তাদের।