ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

এবার মিলল শিশু হাসানের বিচ্ছিন্ন মাথা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

নাটোরের পাইকোরদোল গ্রাম থেকে শিশু হাসানের মস্তকবিহীন মরদেহ উদ্ধারের তিনদিন পর মিলেছে তার মাথা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ একই এলাকার একটি রসুনের জমি থেকে হাসানের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে। 

নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সদর উপজেলার পাইকোরদোল এলাকার একটি রসুন ক্ষেতে পলিথিন ব্যাগে শিশুর মাথা দেখতে পায় স্থানীয় চাষীরা। পরে তারা বিষয়টি থানায় খবর দিলে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন ওই মাথাটি উদ্ধার করে। 

গত ২৯ ডিসেম্বর নিখোঁজ হয় দিনমজুর কৃষক মাজাফফর আলীর ১০ বছরের মানসিক প্রতিবন্ধি ছেলে শিশু হাসান। নিখোঁজের সাতদিন পর গত ৪ জানুয়ারি শনিবার পাইকোরদোল এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনাস্থল থেকে মাত্র ১শ' গজ দূরে আজ তার বিচ্ছিন্ন মাথাটি পলিথিনে পাওয়া গেল।

ইন্সপেক্টর হাসান আরও বলেন, মাথাটি ওই শিশুর কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে।

এদিকে বিচ্ছিন্ন ওই মাথাটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়ায় শিশু হাসানকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হচ্ছেন এলাকাবাসীসহ তদন্তকাজে নিয়োজিত পুলিশ। কি কারণে শিশু হাসানকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে সেই রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। 

এএইচ/