ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসাবে ২৯৩ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

পুলিশ সপ্তাহে ২০১৬ সালের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসাবে ২৯৩ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়েছে। বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক “আইজিপি” ব্যাজ প্রদান করেন। এ‘সময় অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযানে সাফল্য অর্জনকারী বিভিন্ন ইউনিট এবং শিল্ড প্যারেড প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। পরে পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ শেষে পুলিশের আইজি বলেন, মাদক ও জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন ইউনিট গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহায়তায় সাফল্য আসছে। ভবিষ্যতে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠার সাথে কাজ করারও আহ্বান জানান তিনি।