স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার নিয়ে রায় ২৯ জানুয়ারি
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৫:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা সম্প্রচার বন্ধে জারি করা রুলের শুনানী শেষ, আদেশের জন্য ২৯ জানুয়ারী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এ তারিখ ধার্য করেন। শুনানিতে রিটকারী আইনজীবী মো. একলাস উদ্দিন ভূইয়া বলেন, ভারতীয় এই চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন ধারাবাহিক বাংলাদেশের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধ্বংস করছে। এর স্বপক্ষে তিনি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন। ২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় এই তিন টিভি চ্যানেল বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।