ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

কুড়িগ্রামে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

নতুন বছরের শুরুতে কুড়িগ্রামে ৩ লাখের বেশি শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. হাবিবুর রহমান।

মঙ্গলবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একথা জানান তিনি। 

একইসঙ্গে আগামি ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগীতার আহ্বান জানান।  

এসময় সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকির উল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

কুড়িগ্রামে এবার ৯টি উপজেলার ১ হাজার ৮৭২টি কেন্দ্রে ৬-১১মাস বয়সী ২ লাখ ৯১ হাজার ৭৮৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৩৪ হাজার ৮৪০ জন শিশুকে নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এআই/এসি