মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ দায়ে এক বাংলাদেশি নাগরিককে ফেরত
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ দায়ে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার।
দুপুরে টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশন জেটিঘাট দিয়ে বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয় বলে জানায় বিজিবি। সে কক্সবাজারের মহেশখালী উপজেলার দইলার পাড়ার মোহাম্মদ শরীফের ছেলে। সকালে মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট মংডুর ষ্টাফ অফিসার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দুপুরে তারিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।