ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

বড় সংগ্রহের পথে খুলনা টাইগার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার | আপডেট: ০২:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

পরপর দুই ম্যাচ হারার পর জয়ের খোঁজে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে খুলনা টাইগার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ- ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান।

চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পাওয়ার লক্ষ্য দুই দলেরই। খুলনা টাইগার্স ৯ ম্যাচ খেলে জিতেছে ৫টি, কুমিল্লা ওয়ারিয়র্স একটি ম্যাচ বেশি খেলে জয় সমান ৫টিতেই। কুমিল্লার বাকি দুই ম্যাচই খুলনার বিপক্ষে।

এ ম্যাচে নিজেদের একাদশে ৪টি পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন দুইজন করে দেশি ও বিদেশি ক্রিকেটার। পরিবর্তন এসেছে কুমিল্লার একাদশেও। ফারদিন হোসেন অনির জায়গায় সাব্বির রহমান ও উপুল থারাঙ্গার বদলে এসেছেন স্টিয়ান ফন জিল।

খুলনা একাদশ :
মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাজমুল হোসেন শান্ত, রবি ফ্রাইলিংক, আলিস আল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।

কুমিল্লা একাদশ :
সৌম্য সরকার, সাব্বির রহমান, স্টিয়ান ফন জিল, ইয়াসির আলি, ডেভিড মালান (অধিনায়ক), ডেভিড উইজ, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মুজিব উর রহমান, আল আমিন হোসেন এবং আবু হায়দার।