বিশ্বকাপ টি-টুয়েন্টির বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৭:২৫ পিএম, ৯ মার্চ ২০১৬ বুধবার
 বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তামিমের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫৩ রান তোলে টাইগাররা।
ধর্মশালায় টসে হেরে ব্যাট করতে নেমে সতর্কতার সাথে শুরু করে তামিম ও সৌম্য। দলীয় ১৮ ও ব্যক্তিগত ১৫ রানে সৌম্য আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাব্বিরও বেশী দূর যেতে পারেননি। দলীয় ৬০ রানে ১৫ রান করে আউট হন এ ব্যাটসম্যান। এরপর সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক ও নাসির দ্রুত বিদায় নিলে বড় স্কোর থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি আদায় করে নেন তামিম। ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তামিম।
বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেটের বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে তামিমের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫৩ রান তোলে টাইগাররা।
ধর্মশালায় টসে হেরে ব্যাট করতে নেমে সতর্কতার সাথে শুরু করে তামিম ও সৌম্য। দলীয় ১৮ ও ব্যক্তিগত ১৫ রানে সৌম্য আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাব্বিরও বেশী দূর যেতে পারেননি। দলীয় ৬০ রানে ১৫ রান করে আউট হন এ ব্যাটসম্যান। এরপর সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক ও নাসির দ্রুত বিদায় নিলে বড় স্কোর থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি আদায় করে নেন তামিম। ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তামিম।	