সরকারিকরণের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালন করেছে এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
সরকারিকরণের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচী পালন করেছে চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থীরা।
সকালে নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে ছাত্রী সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সেসময় শিক্ষার্থীরা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা।