চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৬:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার শান্তিনিকেত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তপন ওই এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাতে শান্তি নিকেতন এলাকায় দোকানের তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতির কাজে বাধা দেয়ায় তপন বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।