ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪,   বৈশাখ ২৯ ১৪৩১

প্রধানমন্ত্রীর পিএস হলেন সালাহ উদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-১ হিসেবে নিয়োগ পেয়েছেন তার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ সালাহ উদ্দিনকে একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেয়া হলো।

প্রধানমন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করবেন বা মোহাম্মদ সালাহ উদ্দিনকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

অপর আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব জুবাইদা নাসরিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এ মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদটি খালি হয়।

এছাড়া স্পারসোর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হাসান এনডিসিকে পদোন্নতি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

এসএ/