ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

মানিকগঞ্জে নিজ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭ এএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১১:০২ এএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- পারভিন আক্তার (২৫) ও তার ছেলে নূর হোসেন (৪)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত পারভিন আক্তারের স্বামী একজন প্রবাসী বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

ওসি জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মতিয়ার রহমান জানান, পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম জানান, নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাকে নিপীড়নের পর হত্যা করা হয়েছে। এছাড়া এ ঘটনা দেখে ফেলায় তার ছেলেকেও খুন করেন দুর্বৃত্তরা।